Jsc তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০২১ পাঠ ২ (jsc ICT examination) ৮ম শ্রেনির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাঠ ২
আসসামু আলাইকুম প্রিয বন্ধুরা কেমন আচো সবাই। সবাই আশা করি সবাই ভাল সুস্থ আছো। গত দুইদিন ধরে আমাদের কিছু সমস্যার কারনে আমরা পোস্ট দিতে পারিনি প্রতিদিনের মত। নাই বিষয়টি আমাদের ফেসবুক পেজে বলে দিয়েছিলাম।
প্রতিদিনের মতো আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রতিদিনের বিষয়গুলো নিয়ে আবারো উপস্থিত স্টার্ট করব। আজ আমরা অষ্টম শ্রেণীর আইসিটি এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো মানে ৫ টা দিব সেজন্য বলতেছি প্রশ্ন দিব।
এইজন্যই এর টাইটেল দেওয়া হয়েছে Jsc তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০২১ পাএ ২ (jsc ICT examination) ৮ম শ্রেনির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাএ ২ কারণ এটা আইসিটি বিষয়ের দ্বিতীয় আলোচনা তাই পানি দেওয়া হয়েছে।
এত কথা না বলে আজকে আমরা আলোচনা শুরু করে দেই আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ইতি কি পাঁচটা প্রশ্ন দেব এবং তার উত্তর দিয়ে দেব আপনারা ভালো ভাবে মনোযোগ দিয়ে দেখবেন করবেন।
jsc examination
জেএসসি পরীক্ষা স্ট্রিম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা পুরোপুরি মুক্ত এবং পালন করার পর আমাদের দেশের একটি পরীক্ষা নেওয়া হয় যেটা ফুল বাংলাদেশ দিয়ে থাকে এজন্য আপনাদের হবে পড়তে এবং শিখতে হবে।
আপনারাও করেনা কেউ ঘর থেকে বের হবেন না কারণ এখন কর্নার অবস্থা অনেক খারাপ আমাদের দেশ অনেক খারাপ চলনা আমরা পালিয়ে যাই।
অনুশীলন
পাঠ ২
সৃজনশীল ২
প্রশ্ন ও উওর
প্রশ্ন-১. যােগাযােগ ব্যবস্থায় স্যাটেলাইট ও অপটিক্যাল ইন্তে ভূমিকা ব্যাখ্যা । জেএসসি পরীক্ষা ২০১৪ অথবা, অপটিক্যাল ফাইবারের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর: যােগাযােগ ব্যবস্থায় স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের
ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে দুটির ভূমিকা ব্যাখ্যা করা হলােস্যাটেলাইট স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবী তার অক্ষে চব্বিশ ঘণ্টায় ঘুরে আসে, স্যাটেলাইটকেও যদি ঠিক চব্বিশ ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায় তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটা বুঝি আকাশের কোনাে এক জায়গায় স্থির হয়ে আছে। এ ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানাে হলে পৃথিবীর একপ্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানাে যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য পৃষ্ঠে পাঠিয়ে দিতে পারে। এই পদ্ধতিতে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে রেডিও, টেলিফোন, মােবাইল ফোন কিংবা ইন্টারনেটে সিগন্যাল পাঠানাে যায়। যােগাযােগের ক্ষেত্রে স্যাটেলাইট একটি নতুন দিগন্ত উন্মােচিত করেছে।
অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাঁচের তন্তু। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানাে সম্ভব এবং শুনে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে এক সাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানাে সম্ভব। ইদানিং অপটিক্যাল ফাইবার যােগাযােগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। স্যাটেলাইট সিগন্যাল আলাের বেগে যেতে পারে কিন্তু অপটিক্যাল ফাইবারে কাচের ভেতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলাের বেগ এক-তৃতীয়াংশ কম। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবারে সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানাে যায়।
প্রশ্ন-২. স্যাটেলাইট অপিটক্যাল ফাইবারের মধ্যে কেনা বেশি কার্যকর? তােমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। শুনে একটু পরে শােনা যায় ।
উত্তর: স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের মধ্যে অপটিক্যাল ফাইবার বেশি কার্যকর। কেননা, পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলােমিটার উপরে স্যাটেলাইটকে রাখতে হয়। যেহেতু স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে তাই সেখানে সিগনাল পাঠানাের জন্য অনেক বড় এন্টেনা দরকার হয়। দ্বিতীয় সমস্যাটি একটু বিচিত্র। পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানাে হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল। ওয়ারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও এই বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেয়। তাই টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে না অপরদিকে, অপটিক্যাল ফাইবার হলাে অত্যন্ত সরু এক ধরনের কাঁচের তন্তু। এটি আলাের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলাের গতিতে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে বেশি কার্যকর।
অনেক বেশি সিগন্যাল পাঠানাে সম্ভব একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানাে সম্ভব। স্যাটেলাইট সিগন্যাল আলাের বেগে যেতে পারে কিন্তু অপটিক্যাল ফাইবার কাচ তন্তুর (Fiber) ভেতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলাের বেগ এক-তৃতীয়াংশ কম। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবারে সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানাে যায়। কারণ তখন প্রায় ৩৬ হাজার কিলােমিটার স্যাটেলাইটে সিগন্যালটি গিয়ে আবার ফিরে আসতে হয় না। তাই যােগাযােগ ব্যবস্থায় স্যাটেলাইটের চেয়ে অপটিক্যাল ফাইবার
আমাদের ওয়েবসাইট টি একটি শিক্ষা বিষয় ওয়েবসাইট। তাই আমাদের সাইট এ সব রকম সাজেশন পাবেন এবং শিক্ষা বিষয় সব পাবেন।
তাই আমাদের সাথে থাকুন।
আমাদের ফেজবুক পেইজ ভিজিট করতে এখানে ক্লিক করুন।
আমদের সাথে সব সময় থাকুন।আমরা আপনাদের সব সময় পাশে থাকার চেষ্টা করবো।।
আমাদের সাইটএডুকেশন আমাদের সাইট শিক্ষামূলক সাইট। বাংলাদেশ সাইটে আমরা ফুলফিল গ্যারান্টি দিতে পারবোনা যে 100% সঠিক উত্তর দেওয়া হয় কিন্তু আমরা ৯৯.৯ শতাংশ বলতে পারব যে সঠিক কারণ আমরা 100% বলতেছি না কারণ হলো আমাদের সাইটের আমাদের সাইটে যে রাইটার হলো তার মাঝে মাঝে অনেক সময় অনেক বানান ভুল হয়।
আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি কারণ আমাদের অনেকেই বিশ্বাস করে না মনে করে ডিফেক্ট নাই কিন্তু এটা সরকারি অনুদান অনুযায়ী সব নিয়মকানুন মেনেই সবকিছু দেওয়া হয় তাই আমাদের সাইটে অল টাইম ভিজিট করতে পারেন আমাদের সাইটে।

onek sundor
উত্তরমুছুনOnak valo
উত্তরমুছুন