অষ্টম শ্রেণি বিজ্ঞান: ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও সমাধান ২০২১
বিজ্ঞান প্রশ্ন ও উওরঃ
১নং সৃজনশীল প্রশ্ন
৭৩৫ নিউটন ওজনের মি..'x' একতলা ভবনের ছাদ থেকে হঠাৎ পড়ে গিয়ে চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন। চেম্বারে উঠানামার জন্য লিফটের প্রয়ােজন। লিফট দিয়ে উঠার সময় তিনি ভারি অনুভব করেন। পঠ, ৭ ও ৮/য, বাে ২০১৯/
ক. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
খ. বিষুবীয় অঞ্চল ও মেরু অঞ্চলে 'g' এর মান ভিন্ন কেন? ব্যাখ্যা করাে।
গ. মি. 'X' এর ভর নির্ণয় করাে।
ঘ. উদ্দীপকের ঘটনা দুটির কারণ বিশ্লেষণ করাে।
১ নং প্রশ্নের উত্তর
ক অভিকর্ষ বলের এর প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনাে।র বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
খ 'g' এর মান স্থান নিরপেক্ষ নয়। এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম।
gএর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ (R) উপর নির্ভর করে। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি। তাই G এর মান সবচেয়ে কম। আবার, মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় G এর মান সবচেয়ে বেশি। সুতরাং পৃথিবীর ব্যাসার্ধের তারতম্যের কারণে বিষুবীয় অঞ্চল ও মেরু অঞ্চলে G এর মান ভিন্ন হয়।
গ দেওয়া আছে, মি. 'X' এর ওজন, W = ৭৩৫ নিউটন। অভিকর্ষজ ত্বরণ, g = ৯.৮ মিটার/সেকেন্ড মি.'X' এর ভর, m = ? আমরা জানি, W = mg
বা, m
W १७०
g ৯.৮ =
৭৫ কেজি
সুতরাং মি. 'X' এর ভর ৭৫ কেজি ।
ঘ) উদ্দীপকের প্রথম ঘটনাটি হলাে মি, 'X' এর ছাদ থেকে পড়ে যাওয়া। অভিকর্ষ বলের প্রভাবে তিনি মাটিতে পড়ে যান।
পৃথিবী এবং অন্য যেকোনাে বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল । পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে। এর প্রভাবেই মি. X ছাদ থেকে পড়ে যান।
উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি হলাে মি. x এর লিফট দিয়ে উপরে ওঠার সময় ভারী অনুভব করা। তিনি যখন উপরের দিকে উঠতে থাকেন তখন স্থির অবস্থান থেকে উপরের দিকে যাত্রা করায় লিফটির উপরের দিকে একটি ত্বরণ সৃষ্টি হয়, ফলে লিফটের সাপেক্ষে তার ত্বরণ g এর চেয়ে বেশি হয়। এ বর্ধিত ত্বরণের জন্য লিফটের উপর তার ওজনের চেয়ে বেশি বল প্রয়ােগ করেন। তখন লিফটও মি. X এর উপর বিপরীতমুখী যে প্রতিক্রিয়া বল প্রয়ােগ করে তা তার দেহের ওজনের চেয়ে বেশি হয় এবং তিনি নিজেকে ভারী অনুভব করেন।
সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের ঘটনা দুটির কারণ অভিকর্ষজ ত্বরণের প্রভাবজনিত বল ।
আরোঃ
১৬ সপ্তাহের ইংরেজি এসাইনমেন্ট এর সমাধান
২নং সৃজনশীল প্রশ্ন
একটি পাথর এবং এক টুকরা কাগজ একই সাথে নিচে ফেলে দিল। মাটিতে দাঁড়ানাে নুহার ছােট ভাই লক্ষ করল, পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়।
ক. অভিকর্ষ কী? ১
খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বােঝায়?
গ. পাথরটির ওজন নির্ণয় করাে ।
ঘ. পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করাে।
২ নং প্রশ্নের উত্তর
ক পৃথিবী এবং অন্য যেকোনাে বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে তাকে অভিকর্ষ বলে।
। খ) অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনাে বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার/ সেকেন্ড। পৃথিবীর সব জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান সমান না হলেও বেশ কাছাকাছি। হিসাবের সুবিধার জন্য ভূপৃষ্ঠে g-এর আদর্শ মান ধরা হয় ৯.৮ মিটার/সেকেন্ড।
গ) এখানে, নুহার ফেলা পাথরটির ভর, m = ৫০ গ্রাম
৫০
কিলােগ্রাম ১০০০
= ০.০৫ কিলােগ্রাম আমরা জানি, কোনাে বস্তুর ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ
সুতরাং, পাথরটির ওজন, W = m Xg = ০.০৫ কিলােগ্রাম x ৯.৮ মি./সে. = ০.৪৯ নিউটন। অর্থাৎ পাথরটির ওজন ০.৪৯ নিউটন।
ঘ আমরা জানি, কোনাে বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়।
নুহা বাসার ছাদ থেকে একই সময়ে একটি পাথর ও এক টুকরা কাগজ ফেলে দিল। যেহেতু বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের ওপর নির্ভর করে না, তাই পাথর ও কাগজের ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ একই। সুতরাং তাদের একই সময়ে মাটিতে পৌছানাে উচিত ছিল। কিন্তু তা হয়নি। কেননা এখানে বাতাসের ঊধ্বচাপ ও ঘর্ষণ বল ক্রিয়াশীল ছিল।
বাতাসের উর্ধ্বচাপ ও ঘর্ষণ বাধার কারণে বস্তুর উপর থেকে মুক্তভাবে পড়তে কিছুটা কম বা বেশি সময় প্রয়ােজন হয়। যে বস্তুর ঘনত্ব বেশি সেটির ওপর বাতাসের উর্ধ্বচাপ এবং ঘর্ষণের বাধা অতিক্রম করে নিচে পড়তে সময় কম লাগে কিন্তু যে বস্তুটির ঘনত্ব কম সেটির নিচে পড়তে সময় বেশি লাগে। এজন্যই পাথরটি বাতাসের বাধা এবং ঘর্ষণ বাধা অতিক্রম করে কম সময়ে মাটিতে পড়ে কিন্তু কাগজটির বাতাসের বাধা এবং ঘর্ষণ বাধা অতিক্রম করে মাটিতে পড়তে বেশি সময় লাগে।
সুতরাং পাথর এবং কাগজের ওপর বাতাসের বাধা তথা বায়ুর উর্ধ্বচাপের পার্থক্যের কারণেই পাথর কাগজের আগেই মাটিতে পড়ে।।
বোনাসঃ
৩. রাজু তাদের বাসার চারতলার ছাদে উঠে ৭০ গ্রাম ভরের একটি এবং এক টুকরা কাগজ একই সাথে নিচে ফেলে দিল। মাটিতে দাঁড়ানাে ছােট ভাই লক্ষ করল, পাথরটি কাগজের আগেই মাটিতে পৌছেছে।
ক. পৃথিবীর ব্যাসার্ধ কোন অঞ্চলে সবচেয়ে কম?
খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বােঝায়? ব্যাখ্যা করাে।
গ)পাথরটির ওজন নির্ণয় করাে। ক. ভর কাকে বলে? খ. নিউটনের মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা
ঘ. পাথরটির আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করাে।
৪. রনি নয় তলা ভবনের আট তলায় বাস করে। বাসায় ওঠানামার ক্ষে সে লিফট ব্যবহার করে। একদিন সে লিফটি স্থির থাকা, ওপরে ওঠা বা নি নামার সময় ওজনের ভিন্নতা অনুভব করে। উল্লেখ্য, রনির ভর ৭০ কিলােগ্রাম করাে।
ক) ভর কাকে বলে?
খ)নিউটনের মহাকর্ষ সূত্র ব্যাখ্যা কর?
গ. লিফট স্থির অবস্থায় রনির ওজন কত? নির্ণয় করাে
ঘ. রনির ওজন অনুভূতির বিভিন্নতার কারণ বিশ্লেষণ করাে।
