Jsc বিজ্ঞান সাজেশন ২০২১ পাঠ ২ ( jsc suggestion past -2) জেএসসি পরীক্ষা ২০২১

 Jsc বিজ্ঞান সাজেশন ২০২১ পাঠ ২ ( jsc suggestion past -2) জেএসসি পরীক্ষা ২০২১ 


আসসালামু আলাইকুম আমার সব প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছো, আমি ও ভালো আছি। তোমরা জানো যে আমাদের সাইট এ জেএসসি পরীক্ষা এর সাজেশন এর সিরিজ চলতাছে। আজ আমরা বিজ্ঞান এর পাঠে২ পাট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। 





আজ আমরা --Jsc বিজ্ঞান সাজেশন ২০২১ পাঠ ২ ( jsc suggestion past -2) জেএসসি পরীক্ষা ২০২১  - আমরা টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজ কি নিয়ে আলোচনা হবে। আজ আমরা বিজ্ঞান এর ২ অধ্যায় থেকে  প্রতি বারের মত আজ ও ২ টি সৃজনশীল প্রশ্ন দিবো এবং তার উওর ও দিবো। তাই আমাদের সাইট প্রতি লক্ষ্য করবে।ামরা প্রতিদিন এই রকম সাজেশন নিয়ে  আসি। বেশি কথা না বলে কাজ শুরু করি।

জেএসসি।।

জেএসসি হলো আমাদের একটি পরীক্ষা আর কিছুই না। এই পরীক্ষা দিযে আমরা নবম শ্রেণিতে উটি। আমরা যদি কিছু না শিখে খালি পরীক্ষা দিলেই হবে না।  ামাদের মানুষ এর মত মানুষ হতে হবে। তাই আমাদের সব কিছু শিকতে হবে। জেএসসি এর পর এসএসসি ---------  তাই আমাদের ভালো করে সব শিখতে হবে।।


অনুশীলন 

 অধ্যায় ২ 

জীবনের বৃদ্ধি ও বংশগতি 


সৃজনশীল ২ টা।।।।।।


জীবনের বৃদ্ধি ও বংশগতি

 আজ আমরা জীবনের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ২ টা সৃজনশীল জানবো।

প্রশ্ন ও উওর 

১//প্রশ্ন // দৃশ্যকল্প-১: উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য-প্রস্থ বৃদ্ধি পায় যথাক্রমে ভাজক কোষ ও দেহ কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে । দৃশ্যকল্প-২: প্রতিটি জীব তার শিশু জীব জন্ম দেয়, এতে তাদের মধ্যে  চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। পঠ, ৫ ও ৬


ক. ক্যারিওকাইনেসিস কাকে বলে? 


খ.জবা ফুলের ডিম্বাশয়ে সংঘটিত বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?


 গ. দৃশ্যকল্পের কোন কোষের বিভাজনে উদ্ভিদ ও প্রাণী দৈর্ঘ্যপ্রস্থে বৃদ্ধি পায় বর্ণনা করাে। 

 

ঘ. প্রজাতির বৈশিষ্ট্য টিকিয়ে রাখার ক্ষেত্রে দৃশ্যকল্পদ্বয়ে কোনটির অবদান অনস্বীকার্য বিশ্লেষণ করাে।



 উত্তরঃ

 

ক) মাইটোসিসস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।


খ) জবাফুলের ডিম্বাশয়ে মিয়ােসিস কোষ বিভাজন সংঘটিত হয় । এ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পর পর দুইবার বিভাজিত হলেও ক্রোমােজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে, অপত্য কোষে ক্রোমােজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমােজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাই জবা ফুলের ডিম্বাশয়ে সংঘটিত বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়।


গ) উদ্দীপকের দৃশ্যকল্প-১: এ বর্ণিত বিভাজন তথা মাইটোসিস বিভাজনই উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পাওয়ার কারণ। উন্নত শ্রেণির বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ (2n) মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে।


মাইটোসিস বিভাজন প্রক্রিয়াতে মাতৃকোষের বিভাজনের ফলে সমআকৃতির, সমগুণসম্পন্ন ও সমসংখ্যক ক্রোমােজোম বিশিষ্ট (2n) দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। এই বিভাজনের ফলে দেহকোষের সংখ্যাবৃদ্ধি পায়। একই ধরনের বহুকোষ একত্রে একটির পর একটি মিলে দেহগঠনের কাজ করে থাকে। এভাবে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীরা দৈর্ঘ্য ও প্রস্থে বাড়তে বাড়তে পূর্ণাঙ্গতা লাভ করে। উদ্ভিদের ক্ষেত্রে বর্ধনশীল ভাজক টিস্যু এবং প্রাণীর ক্ষেত্রে দেহকোষ ও ভূণ পরিবর্ধনের সময় মাইটোসিস বিভাজন পরিলক্ষিত হয়।


সুতরাং বলা যায়, উল্লিখিত মাইটোসিস বিভাজনের মাধ্যমেই উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি সংঘটিত হয়।


ঘ)  দৃশ্যকল্প-১ এ উল্লিখিত প্রক্রিয়াটি হলাে মাইটোসিস এবং দৃশ্যকল্প-২ এর প্রক্রিয়াটি হলাে মিয়ােসিস কোষ বিভাজন। এর মধ্যে মিয়ােসিস কোষ বিভাজনে প্রজাতির বৈশিষ্ট্য টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। মিয়ােসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলাের ক্রোমােজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। যৌন জননে পুং ও স্ত্রীজনন কোষের মিলনের প্রয়ােজন হয়। যদি জনন কোষগুলাের ক্রোমােজোম সংখ্যা দেহকোষের সমান থাকে তাহলে জাইগােট কোষে জীবটির দেহকোষের ক্রোমােজোম সংখ্যার দ্বিগুণ হবে। মিয়ােসিস কোষ বিভাজনে


জননকোষে ক্রোমােজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমােজোম সংখ্যার অর্ধেক হয়। ফলে দুটি জননকোষ একত্রিত হয়ে যে জাইগােট গঠন করে তার ক্রোমােজোম সংখ্যা প্রজাতির ক্রোমােজোম সংখ্যার অনুরূপ থাকে। এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমােজোম সংখ্যার ধ্রুবতা থাকে। আর ক্রোমোেজামের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে প্রজাতির স্বকীয়তা রক্ষিত হয়।



 প্রশ্ন।২))

রাইসা স্বভাবের দিক দিয়ে ঠিক তার বাবার মতাে ধীর ও স্থির । রাইসার চাচা জলিল সাহেব বললেন, মা-বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়ে থাকে। পাঠ ৭-৯ 


ক. মাইটোসিস কোথায় হয়? 


খ. ইন্টারফেজ বলতে কী বােঝায়? 

গ. বংশগতি নির্ধারণে ক্রোমােজোমের ভূমিকা বর্ণনা করাে।

 ঘ, বাবার বৈশিষ্ট্য রাইসার স্বভাবে থাকার পিছনে DNA- এর ভূমিকা বর্ণনা করাে। 



ক মাইটোসিস প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে হয়।


খ। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাই হলাে ইন্টারফেজ। গ 


গ) নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতাে যে অংশগুলাে জীবের বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমােজোম বলে। ক্রোমােজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়। নিচে তা বিশ্লেষন করা হলােজীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার কোনাে কোনাে ক্ষেত্রে একটিমাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতাে অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলােও তাদের ক্রোমােজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমােজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসাবে কাজ করে বংশগতির ধারা অক্ষুন্ন রাখে। মিয়ােসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির এ ধারা অব্যাহত থাকে। ক্রোমােজোম বংশগতির ধারা অক্ষুন্ন রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতাপিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায় । এ কারণে ক্রোমােজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় ।


ঘ) বাবার বৈশিষ্ট্য রাইসার স্বভাবে থাকার পিছনে DNA এর ভূমিকা রয়েছে।


ক্রোমোেজামে অবস্থিত DNA অণুগুলােই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক। এরা জীবদেহের বৈশিষ্ট্যগুলাে বংশানুক্রমে বহন করে। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী DNA এর অংশগুলাে জিন নামে পরিচিত । জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য এক একটি জিন কাজ করে। আবার কোনাে কোনাে ক্ষেত্রে একটি জিন কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। রাইসা স্বভাবের দিক দিয়ে তার বাবার মতাে ধীর ও স্থির। তার বাবার এই বৈশিষ্ট্য DNA তে অবস্থিত এসব জিনের মাধ্যমে মেয়ে রাইসার দেহে বাহিত হয়। কারণ ক্রোমােসােম অবস্থিত DNA এর জিন দ্বারা পিতা, মাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে চলে আসে।




আমাদের সাইট একটি ১০০% নিরভুল সাইট।  তাও আপনজরা যদি কোনো ভুল হলে আমাদের কমেন্ট এ যানাবেন। আমরা সব চেয়ে শক্তিশালী। তাই আমাদের সাথে থাকুন।


৮ম শ্রেনি  coming.......... 

Class 9 coming............ 



 আমাদের সাইট কি আপনাদের ভালো লাগে কমেন্ট যানান।


Md Nayeem Hasan neion

আমার নাম নাঈম হাসান (নিয়ন). আমি ব্লগ লিখতে ভালোবাসি .facebook

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

জেএসসি