৬ষ্ঠ শ্রেণির নবম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট এর প্রশ্নের সমাধান
আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র-ছাত্রী বন্ধুরা। কেমন আছো তোমরা ? আশা করি সবাই ভাল এবং সুস্থ আছো। বরাবরের মত, প্রতি সপ্তাহে তোমাদের জন্য ৬ষ্ঠ , ৭ম, ৮ম , ৯ম, শ্রেণীর অ্যাসাইনমেন্ট এর প্রকাশের পরে ,আমরা অভিলম্বভাবে ৬ষ্ঠ, ৭ম, ৮ম,৯ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট এর উত্তর দিয়ে দিচ্ছি ২০২১ এর সব রকম এ্যাসাইনমেন্ট। আজকের এই পোস্টে, আমি বা আমরা তোমাদের ৬ষ্ঠ, ৭ম,৮ম, ৯ম, শ্রেণীর ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর / সমাধান শেয়ার করে শেয়ার করব। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট অষ্টম সপ্তাহের জন্য এসাইনমেন্ট। 2021 8th week assignment PDF download.Link For click here.
Covid-19 করনা মহামারীর কারণে এই বছরের এপ্রিল মাসে শেষের চলমান নির্ধারিত কাজ (এসাইনমেন্ট) কার্যক্রম স্থগিত করা হয়েছিল এবং পরবর্তীতে সে মাসের 24 তারিখ থেকে পুনরায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করে দেওয়া হয় । 2021 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা চালু রাখার জন্য পুনরায় ৬ষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণীর বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া চালু থাকবে এবং আমরা সমাধান দিতে থাকব।
নির্দেশনা
করোনা মহামারীতে অনেক মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে অনেক আক্রান্ত হচ্ছে এবং ইন্ডিয়াতে অনেক জন মারা গেছে তাই আমরা মাক্স পরে বের হ। কোন কারণ ছাড়া বাড়ি থেকে বেরোবো ন। আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে আমরা তার সমাধান দেব আপনারা বাইরে বেরো বেন না। বাইরে না বেরিয়ে যদি কোনো কারণ থাকে তাহলে অবশ্যই মাক্স পড়ে বের হবেন।
https://mathseducationbd.blogspot.com সাইটের পক্ষ থেকেই নির্দেশনাগুলো।
- এসাইনমেন্ট এর সমাধান এ কোনো সমস্যা পাইলে আমাদের জা্েনাবেন।
- কোন বিষয় এবং কি পোস্ট পাই ভুল বা সমস্যা হয়েছে সেটা বলবেন
- এ গুলো বিষয় জানানো টা জোরুলি।
অধ্যায় ও অধ্যায় শিরোনামঃ
জীবজগৎ
অ্যাসাইনমেন্টঃ
তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভূক্ত দশটি প্রাণীর নাম বাছাই করে শ্রেণীবিন্যাস করো। মানবজীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেয়া যায়-....-এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করো।
৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান নবম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন ..--------..---.----
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ের উপর এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো। ষষ্ঠ শ্রেণির চতুর্থ সপ্তাহের জন্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টর প্রশ্ন প্রকাশ করা হয়েছিল। যা ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ থেকে নির্ধারণ করা হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশ করা হলো যা ষষ্ঠ শ্রেণির নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে গণ্য করা হবে। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ষষ্ঠ শ্রেণি নবম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের ব্যাখ্যাসহ এর প্রশ্ন তুলে ধরেছি। যাতে করে ছাত্র-....-ছাত্রীরা প্রশ্ন বুঝে অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর লিখতে পারে। যারা এখনো পর্যন্ত বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞানের প্রশ্ন সংগ্রহ করতে পারেননি তারা আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্ন সংগ্রহ করে নিতে পারেন। নিচের ষষ্ঠ শ্রেণির নবম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন তুলে ধরা হলো।
প্রতিবেদকের নামঃ
প্রতিবেদনের তারিখঃ
প্রতিবেদক এর ঠিকানাঃ
প্রতিবেদনের বিষয়েঃ
আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে সমস্তু জীবজগৎকে ৫টি রাজ্যে ভাগ করা হয়েছে। এদের মধ্যে একটি রাজ্য হলাে অ্যানিম্যালিয়া। পৃথিবীর সকল প্রাণি এই অ্যানিম্যালিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যানিম্যালিয়া জগতের প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয়েছে। এই নয়টি পর্বের প্রথম আঙটি পর্বের প্রাণীরা অমেরুদন্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদন্ডী। আমাদের চারপাশে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস। এমন দশটি প্রাণী হলাে---... স্পঞ্জিলা--..-- হাইদ্রা--..-- ফিতা কৃমি--..-- গােল কৃমি--..-- কেঁচো--..-- চিংড়ি--..-- শামুক--..-- তারামাছ--..-- মানুষ--..-- কুনোব্যাঙ ইত্যাদি। উপরোক্ত প্রাণীগুলো বাছাই করে নিচের ছকে শ্রেণিবিন্যাস করে উপস্থাপন করা হলোঃ
আমার দেখা .------10--- টি প্রাণীর শ্রেণীবিন্যাস।
মানবজীবনে প্রাণীযদের গুরুত্ত্ব ও এদের রক্ষায় করণীয়ঃ
উদ্ভিদ--..-- প্রাণী ও অণুজীব পৃথিবীর গােটা জীবসম্ভার মূলত তাদের অন্তর্গত জীন ও সেগুলির সমন্বয়ে গঠিত হয় বাস্তুতন্ত্র। বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে জীববৈচিত্র্য তথা প্রাণীজগৎ বিশেষ ভুমিকা পালন করে। এক বাস্তুতন্ত্রের বিভিন্ন জনগােষ্ঠী পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। তাই বাস্তুতন্ত্রের যেকোন একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ সংশ্লিষ্ট উদ্ভিদ বা প্রাণীর প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটায়। তাই বাস্তুতন্ত্রের সার্বিক ভারসাম্য বজায় রাখতে সকল প্রাণীর গুরুত্ব অনবদ্য ও অপরিসীম। যেমন ব্যাঙ পরিবেশের এক অনন্য সদস্য। ব্যাঙ
পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এরা পরিবেশের ক্ষতিকর পােকামাকড় খেয়ে জীবন ধারন করে আবার ব্যাঙকে খেয়ে বাঁচে অনেক প্রাণী। বিভিন্ন ধরনে মাছ জলজ বাস্তুতন্ত্রের ভূমিকা পালন করে। আবার মাছ চাষ করে মানুষ জীবন ধারণ করে। কৃষিক্ষেত্রে বিভিন্ন পােকামাকড় সঙ্গুযােগিতা করে। সর্বোপরি মানজীবনের উপর বিভিন্নভাবে প্রাণীজগতের প্রভাব রয়েছে। তাই জীবজগৎ রক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। পরিবেশ তথা জীবজগৎ রক্ষায় মানুষের প্রধান কাজ প্রচুর পরিমাণে বনায়ন সৃষ্টি--..-- চার পাশের খাল-....-বিল ও নদী-....-নালা সংরক্ষন--..-- পরিকল্পিত নগরায়ন--..-- শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ। সামুদ্রিক প্রাণী রক্ষায় সমুদ্রের পরিবেশ সংরক্ষন প্রয়ােজন। কীটপতঙ্গ--..-- ব্যাঙ--..-- সাপ ও অপরিকল্পিতভাবে প্রাণী নিধন থেকে বিরত থাকতে হবে। পরিবেশের বাস্তুতন্ত্র ঠিক রাখতে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। জনসচেতনা বৃদ্ধি করতে যে সকল পদক্ষেপ নেওয়া যেতে পারে।
1.দেশের আপামর জনসাধারণকে প্রাণী সংরক্ষণ সম্পর্কে সজাগ করার জন্য বিভিন্ন গণমাধ্যম যেমন-....- রেডিও--..-- টেলিভিশন--..-- পত্র-....-পত্রিকা--..-- ম্যাগাজিন ও সেমিনারের মাধ্যমে জোরদার প্রচার চালানাে।
2. শিক্ষার মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যসূচিতে প্রাণী সংরক্ষণ সম্পর্কে অন্তর্ভুক্ত করার জন্য সরকারি পরিকল্পনা গ্রহণ করা।
3.দেশের প্রতিটি প্রশাসনিক ইউনিটকে প্রাণী শিকার বন্ধে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। সেই সাথে প্রাণী সংরক্ষণ বাের্ড গঠন করে সামাজিক সংগঠনসমুছে যাতে প্রতি মাসে অন্তত একটি সেমিনার আয়ােজন করে তার জন্য আইন পাশ করতে হবে।
4. বায়ু দূষণের ফলে অনেক প্রাণী বিলুপ্ত হচ্ছে তাই বায়ু দূষণের কারণগুলাে চিহ্নিত করে তা প্রতিরােধ করতে হবে।
5.নদী-....-নালা--..-- খাল-....-বিল--..-- আবাদী জমি ও বনভুমি সংরক্ষণে আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়ােগ করতে হবে।
বিনীত নিবেদক
তারেক আজিজ
আমাদের সাইট এর মত অনেক ভালো ভালো সাইট আছে সেখানে আমার ভাই বেদার রা কাজ করে এই সাইট গুলো আপনারা কোনো কিছু search দিলে প্রধমে পানঃ
সাইট গুলো হলোঃ
এরকম আরো অনেক সাইট আছে বাট এই সাইটটি আমার মানে এইসব সাইটগুলো আমার সবচেয়ে প্রিয় এবং ভাই ব্রাদের সাইট এগুলো আপনার ঘুরে আসতে পারেন এগুলো আমার মত অনেক সুন্দর সুন্দর অ্যান্সার দিয়ে থাকি আপনারা সবাই ভিজিট করতে পারে।
বিশেষ করে ফেবরিট সাইট হল বিডি প্রাইমারি এবং দূরবীন নিউজ এবং এক্সাম এর রেজাল্ট।
আমাদের সাইট এ সব থেকে সুন্দর আর ভালো করে সাজানো সমাধান পাবেন। উওর গুলো ১০০% সঠিক ও নির্ভুল উওর দেওয়া হয়।