Jsc বিজ্ঞান সাজেশন ২০২১(jsc examination) ৮ম শ্রেনির বিজ্ঞান সাজেশন
jsc examination
education
Covid-19
Jsc বিজ্ঞান সাজেশন বা প্রশ্ন উওর
১ম অধ্যায় : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস কিছু কথা
পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছােট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানারকম মিল ও অনিল । ৫০ বৈচিত্র্যময় প্রাণিকূলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। পাপীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণিবৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণিজগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণিজগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়ােজন, আর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে। শ্রেণিবিন্যাস প্রাণিজগৎকে জানার পথ সহজ করে দিয়েছে
প্রশ্ন ও উওর
২য় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি।
প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলাে কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি দুই থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সব্যে বৰি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগােট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ।
উপরে যে গুলো দেখলাম গণনা অনুযায়ী আমরা দেখলাম বিজ্ঞান শ্রেণী অষ্টম শ্রেণীর প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের থেকে অনেক খোঁজাখুঁজি এবং একজন ত্রুটিপূর্ণ সমাধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় থেকে দুটি দুটি মোট চারটি প্রশ্ন দেওয়া হল সৃজনশীল। এই চারটি সৃজনশীল খুব গুরুত্বপূর্ণ আপনার আইসেন শিল্পে ভালোভাবে দেখবেন পড়বেন এবং প্রাক্টিস মানে হাতে কলমে লিখবেন। আপনারা চাইলে পিডিএফ ফাইল ও ডাওনলোড করতে পারেন তার জন্য এখানে ক্লিক করুন।
এরকম নতুন নতুন আপডেট দিতে থাকব আপনারা যদি এগুলো দেখতে চান অবশ্যই আমাদের সাইটটি ভিজিট করুন এবং আমাদের সাইটে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমাদের সাইটে 100 গ্যারান্টি সহ এবং শিক্ষনীয় সবকিছু দেওয়া হয়। নিতৃ নতুন আপডেট পেতে চোখ রাখুন mathseducationbd.blogspot.com এ

Wow, thanks the authority for helping
উত্তরমুছুন