অষ্টম শ্রেণি (Class 8) সমাজ অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহের সমাধান

 অষ্টম শ্রেণি (Class 8)  সমাজ দ্বিতীয়   সপ্তাহের  অ্যাসাইনমেন্টের  সমাধান



শ্রেণি: অষ্টম

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম অধ্যায়





এসাইনমেন্ট শুরু 


 

  • পলাশীর( ১৭৫৭  সাল

পলাশীর( ১৭৫৭  সাল)


পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে   সালের তেইশে জুন নবাব সিরাজউদ্দৌলারও  ইস্ট  কোম্পানিরর একটি মধ্যে সংঘটিতত হয়। এ যুদ্ধে আট ঘণ্টার, মধ্যে ন স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতার এর কারণে নবাব পরাজিত হন। এই যুদ্ধের রাজনৈতিকক ফলাফল ছিল সুদূর প্রসারিত এবং  এ কারণে যদি  ও এটি ছোটখাটো একটি ঘটনা ছিল তবে একটি যুদ্ধ হয় বলে বাড়িয়ে দেখানো হয় এর ফলে বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। 




দৈত্য শাসন (১৭৬৫) সালে যুদ্ধ  

দৈত্য শাসন (১৭৬৫) সালে যুদ্ধ


১৭৬৫ সালে লর্ড ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি সনদ প্রাপ্ত হলেও যে শাসন প্প্রনান উদ্ভবন, হয় তা ইতিহাসে দ্বৈত শাসনের নামে পরিচিত মীর জাফরের মৃত্যু  পর লর্ড ক্লাইভ ১৭৬৫ সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এসময় কিছু শর্তসাপেক্ষে মীর জাফরের পুত্র নাজিম উদ দৌলার বাংলার সিংহাসনে বসানো হয়। শর্ত মোতাবেক নাজিমুদ্দৌলা তার পিতা মীরজাফরের ন্যায় ইংলিশদের বিনাশুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ  বাণিজ্য সুবিধা বাতিল করবেন। ১৭৭২ সালে  শাসনব্যবস্থার লর্ড ওয়ারেন হেস্টিংস কর্তৃক বাতিল হয় । 


ছিয়াত্তরের মন্বন্তর (১৭৭০ সাল

ছিয়াত্তরের মন্বন্তর (১৭৭০ সাল)


  • দুর্ভিক্ষে হল কোন এলাকার ব্যাপক ক্ষতি গঠিত সাধারণত ফসলা নিযুক্ত সরকার নীতি গ্রহণ ব্যর্থ ইত্যাদি কারণে  দুর্ভিক্ষ  সংঘটিত হয়। 

  • এছাড়া প্রায় থেকে প্রাকৃতিক দুর্যোগ গবাদিপশুর মোড়ক পোঁকামাকড় আক্রমন ইত্যাদি কারণে৷ দুর্ভিক্ষ গ্সংঘটিত হয়। 

  • 17৭০ সালে বাংলাদেশের এক ভয়াবহ দুর্ভিক্ষ এ দেখা দিয়েছিলল। 

  • স্সমময়্টি বাংলা ১1৭6 সাল হওয়ায় দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত হয়। 

  • অতিবৃষ্টি ও বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সমুদ্রতীরের চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয়। 

  • ত্রুটিপূর্ণ ভূমি রাজস্ব ব্যবস্থা ও খাদ্য ও বাজারে দালান ফরিয়া শ্রেণীর দৌড়ানোর ফলে অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে। 


চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩ সাল)

চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩ সাল)


চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে কর্নওয়ালিস প্রকাশিত কৃতজ্ঞ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারও বাংলার ভূমি মালিকের সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদার মধ্যে একটি চুক্তি এর প্রবণতা লর্ড কর্নওয়ালিস । এই যুক্তির আত্মায় জমিদার উপনিবেশ রাষ্ট্রব্যবস্থা ভূসম্পত্তি নিরঙ্কুশ স্বত্বাধিকারী  হন।জমির স্থান অধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ তাদের সুবিধার্থে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারে ব্যবস্থা জমিদারের লাভ করেন । 


শ্রীরামপুরে মুদ্রা যন্ত্র স্থাপন (১৮২১সাল)

শ্রীরামপুরে মুদ্রা যন্ত্র স্থাপন (১৮২১সাল)


বাংলায় নবজাগরণের ক্ষেত্রে শ্রীরামপুরের প্রতিষ্ঠিত মুদ্রণ যন্ত্র ভূমিকা ছিল অন্যান্। ১821 সালের শ্রীরামপুর মৌজার যন্ত্র স্থাপন বাংলার মানুষের মনকে মুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেন। এতে বই-পুস্তক সে বিজ্ঞান চর্চাকে শিক্ষিত ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয। এ সময় অনেকে বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসেন ।


সিপাহী বিদ্রোহ  (১৮৫৭সাল ১০মে)

সিপাহী বিদ্রোহ  (১৮৫৭সাল ১০মে)


সিপাহী বিদ্রোহ সৈনিক বিদ্রোহ 1857 সালের 10 মে মিরাট শহরে শুরু হওয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বিদ্রোহ। যার মধ্যে আলেম-ওলামাদের আবেদন অপরিসীম। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতের অধুনা উত্তর প্রদেশ বিহার মধ্যপ্রদেশ দিল্লি অঞ্চলে ছড়িয়ে পড়েছি।  


বঙ্গীয় আইনসভা (১৮৬১সাল)

বঙ্গীয় আইনসভা (১৮৬১সাল)


1861 সাল থেকে শুরু করে 1935 সালের ভারত শাসন আইন প্রণয়ন পর্যন্ত শাসন সংস্কার শেষ পর্যায়ে এসে বঙ্গীয় আইন সভার আত্মপ্রকাশ। ১935 সালে আইনে বলা হয় যে ব্রিটিশ ভারতের সকল প্রদেশের সাংবিধানিক পরিষদ প্রাপ্তবয়স্কের দেওয়া ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে ।১937 সালের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে বেঙ্গল লেজিসলেটিভ  আসেমব্লির এর যাত্রা শুরু। 


বঙ্গভঙ্গ (১৯০৫সালের ১৬ অক্টোবর) 

বঙ্গভঙ্গ (১৯০৫সালের ১৬ অক্টোবর)


উপমহাদেশে ব্রিটিশদের শাসন তন্ত্র ও রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা বঙ্গভঙ্গ। ১905 সালের 16 ই অক্টোবর ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড  জজ ন্যাথানিয়েল কার্জন শাসনকাজ পরিচালনার সুবিধার্থে তৎকালীন বাংলার  প্রেসিডেন্সিকে ভেঙ্গে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের আমি দুইটি নতুন প্রদেশে বিভক্ত করেন। 


লাহোর প্রস্তাব (১৯৪০ সালের ২৩মাচ)

লাহোর প্রস্তাব (১৯৪০ সালের ২৩মাচ)



এসাইনমেন্ট

সাইট সম্পর্কে কিছু কথা 

আমাদের এই সাইটে আপনারা সব ধরনের পড়াশুনার বিষয় এ পেএ যাবেন।  এ সাইট টা বিষেশ করে গণিত এর জন্য বানানো হয়েছে। এই সাইট আপনারা  সব শ্রেণির ,সব বিষয় এর এসাইনমেন্ট, বিষয় ভিওিক প্রশ্ন উওর,  পরীক্ষার সকল প্রশ্নের উত্তর পেএ যাবেন। আপনারা চাইলে আমাদের ইউটুব চেনেল থেকে ভিডিও দেখতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন এর উওর লাগলে আপনারা আমাদের ফেজবুক পেইজ এ মেসেজ করতে পারেন তাহলে আমরা আপনার উওর টা দিতে পারবো।


❗আমরা কোনো প্রকার প্রশ্ন ও উওর কোনো ans shate  বা গাইড দেখে বানাই না

 সুতরাং আপনারা বলতে পারবেন না যে আমরা নকল করে প্রশ্ন বানাই। 


✅ আমাদের একটি mobile reviews সাইট আছে আপনারা যারা নতুন মোবাইল এর প্রতি ইচ্ছক তারা আমাদের ওই সাইট এ যেতে পারেন। কারণ ও সাইট এ সব ধরনে মোবাইর এর ভালো মন্দ সব বিষয় এ বলা রয়েছে, সে গুলা পড়ে আপনারা বুঝতে পারবেন মোবাইল টা কিনবেন না কিনবেন তাই।। সাইট লিং ; techbdmobilezone.blogspot.com


✅ আপনারা যারা আমাদের মতো website বানাতে চান তারা, blogger অথবা wordpress এ তারা আমাদের  ফেজবুক পেইজ এ মেসেজ করলেই হবে। আপনারা  খুব অল্প টাকা দেয় একটি website বানিয়ে নিতে পারবেন।


আপনারা যারা টাকা দিয় website template কিনতে পারেন না তাদের জন্য আমাদের একটি Website তৈরি করা আছে। তারা আমাদের ওই সাইট থেকে ফ্রি তে template গুলো Download করতে পারবেন। আর কোনো paif  template এর দরকার হলে আমাদের ওই সাইট এর ফেজবুক পেইজ এ মেসেজ করতে পারেন। 

Link: themesdownloadbd.blogspot.com

 

Md Nayeem Hasan neion

আমার নাম নাঈম হাসান (নিয়ন). আমি ব্লগ লিখতে ভালোবাসি .facebook

4 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

জেএসসি